পরীক্ষার হলে গিয়ে বাবার মৃত্যুর সংবাদ পেল মিতু আক্তার

তাফসির হোসেনঃ
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমূড়া হেলু মেম্বার বাড়ির এসএসসি পরীক্ষার্থী মিতু আক্তার। রবিবার সকালে সহপাঠীদের সাথে একসাথে পরিক্ষা কেন্দ্রে যায়।

পরিক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ খবর আসে মিতু আক্তারের বাবা মো. টিটু (৪০) আর বেঁচে নেই। মুহুর্তের মধ্যেই আবেগঘন পুরো হলরুম।

বাবার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়ে এসএসসি পরিক্ষার্থী মিতু আক্তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতায় সদ্য শুরু হওয়া এসএসসির বাংলা ১ম পত্র পরিক্ষা শেষ করে।

মিতু আক্তার হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্রে।

জানা যায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি।সকালে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে’সহ অনেক গুণগ্রাহী রেখে যান তিনি। তার বড় মেয়ে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার জানান, পরিক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ খবর আসে মিতুর বাবা আর পৃথিবীতে নেই। বিষয়টি মিতু জানার পর কান্নায় ভেঙে পরে। পরে তাকে বুঝিয়ে পরিক্ষা সম্পন্ন করতে সাহায্য করি।

পরিক্ষার্থী মিতু আক্তারের বাবার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *