বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রেড রিলেশন ফাউন্ডেশন’র হুইল চেয়ার বিতরণ। গত ০৬ মে, ২০২৩ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ১২নং আড্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ড পিলগিরী গ্রামের আবুল খায়েরকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রেড রিলেশন ফাউন্ডেশন’র পক্ষ থেকে
হুইল চেয়ার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠন এর উপদেষ্টা মো: শাহআলম পাটোয়ারী, প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: রিজন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মুহা. আব্দুর রহিম ও ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জাকির হোসেন প্রধান। এসময় সভাপতি রিজন পাটোয়ারী বলেন শ্রম ও তথ্য দিয়ে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ এছাড়াও অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন।
ভবিষ্যতেও আপনারা আর্থিক ভাবে সহযোগিতা করে এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।