আল আমিন মিয়াজীঃ
মতলব পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর তরুন প্রজন্মের অহংকার জনাব সাইফুল ইসলাম মোহনের মানবিকতায় হারানো দুই বাচ্চা ফিরে পেলো তাদের পরিবার।
গত ০৬ তারিখ ঢাকার একটি মাদ্রাসা থেকে পালিয়ে মতলবে আসা দুই মাদ্রাসা ছাত্র মোঃ রমজান (১২) ও মোঃ সানি (১১) নামের দুই বাচ্চাকে তাদের পরিবারের হাতে তুলে দিলেন তিনি। পালিয়ে আসা রমজান শরীয়তপুর জেলার ঘোসাইরহাট উপজেলার পাচকাঠি গ্রামের আবুল বাশার মোল্লার ছেলে। অপরজন মোঃ সানি বিক্রমপুরের সৈয়দ সরকার ও মাতা মোসাম্মৎ তাসলিমা আক্তারের ছেলে। তারা উভয়ই বাংলামটর হাতিরপুল আহছানউল্লা হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। একজন নাজেরা বিভাগের এবং অপরজন হেফজ বিভাগের ছাত্র। রমজান বলেন, মাদ্রাসায় পড়ালেখার চাপ বেশী হওয়ায় তারা দুজনেই ওই মাদ্রাসা থেকে অজানার উদ্দেশ্য পালিয়ে আসে। মতলবে আসার বিষয়ে জানতে চাইলে তার বলেন, তারা সকালে মাদ্রাসা থেকে কাউকে না বলে প্রথমে গুলিস্তান আসে। দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করে। নামাজ শেষে সদরঘাট চলে আসে। ঘাটে এসে বিভিন্ন লঞ্চের স্টাফরা বিভিন্ন জেলার নাম বলে যাত্রী উঠানোর জন্য ডাকাডাকি করে।পরে তার চাঁদপুরের লঞ্চে উঠেন। লঞ্চে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে শুনতে পায় মতলবের নাম। বিকালে চাঁদপুর টার্মিনালে লঞ্চটি আসার পর ওই লঞ্চ ঘাট থেকেই মতলবের একটি সিএনজিতে ওঠে। মতলব বাইপাস সড়কের নিকট নেমে হাটাহাটি করতে থাকে। বিকেল প্রায় সাড়ে ৫টা সেখানে রাজন ও শরীফ নামে স্থানীয় দুই যুবক তাদের দেখে জিজ্ঞেস করলে তারা পালিয়ে এসেছে বলে জানায়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনকে বিষয় টা অবগত করেন।ভএ ব্যপারে কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন বলেন, কৌশল অবলম্বন করে তাদের সঠিক পরিচয় ও ঠিকানা জানতে পারি। তাদের দেয়া তথ্য মোতাবেক আত্মীয় ফফফস্বজনদের সাথে মোবাইলে যোগাযোগ করে তাদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া যায়। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় দুজনের আত্বীয় স্বজন আসলে রমজান ও সানিকে তাদের হাতে তুলে দেয়া হয় তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হয়। উক্ত মহতি কাজের জন্য বিভিন্ন মহল কাউন্সিলর সাইফুল ইসলাম মোহনকে ধন্যবাদ জানান। বিষয়টি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামকেও অবহিত করা হয়। তিনিও এ ভাল কাজটির জন্য কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়েছেন।