১৯ মে,শুক্রবার
ফরিদ গঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে শিশু আদিল সোহানের (৮) নিখোঁজের পাঁচদিন পর মাটি চাপা অবস্থায় অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ মে শুক্রবার সকালে ১০ টার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রগাঁও এলাকার নিজ বাড়ির প্রায় ২শ’ গজ পূর্ব পাশের পরিত্যক্ত জমি থেকে মাটি চাপা অবস্থায় অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাড়ির পাশে ২’শ গজ দুরত্বে একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ১৫ মে সন্ধায় নিজ বাড়ির সামনের মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হয় সোহান। সে রুদ্রগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনার পরদিন ১৬ মে শিশুটির বাবা বাদী হয়ে নিখোঁজ বিষয়ে ফরিদগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সোহানকে ফিরে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়।
নিখোঁজ সোহানের বাবা আনোয়ার হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন, সোহান প্রতিদিনই বাড়ির সামনে নামাজ পড়তে যায়। নামাজ পড়ে কিছুক্ষণ পর ফিরে আসতো। কিন্ত শুক্রবার সে ফিরলো লাশ হয়ে। সোহানের মা নিজ সন্তানের মরদেহ উদ্ধার সংবাদ পেয়েই জ্ঞান হারিয়ে পেলে।