মতলবে ভেঙ্গে পড়ল বক্স কনভার্ট, জনসাধারণের ক্ষোভ

মো.আকতার হোসেনঃ
মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এডিবির প্রকল্পের আওতায় থাকা একটি বক্স কালভার্ট নির্মাণ করার পর ভেঙে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কালভার্ট নির্মাণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভ ও সমালোচনার ঝড় চলছে।

সরেজমিনে জানা যায়, উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নন্দীখোলা থেকে দক্ষিণ বকচর গ্রামের মুন্সিবাড়ি সংলগ্ন রাস্তায় বক্স কালভার্ট নির্মাণ করা হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার ১০ দিন পর সংশ্লিষ্ট রাজমিস্ত্রি এর সেন্টারিং সরিয়ে নিয়ে বক্স কালভার্টের উপরে মাটি ফেলে। বক্স কালভার্টটি ঢালাই দেওয়ার নির্দিষ্ট সময় পার না হতেই এর সেন্টারিং সরিয়ে মাটি দেওয়ার কারণেই বক্স কালভার্ট ভেঙে গেছে বলে মনে করেন অনেকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেঙে যাওয়া বক্স কালভার্টের নির্মাণ কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বদিচ্ছার অভাব এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করাকে দায়ী করছেন অনেকে।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)প্রকল্পের আওতায় দুই লক্ষ টাকার বাজেটে ওই বক্স কালভার্ট নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হল অপি এন্টারপ্রাইজ। নিয়ম অনুসারে ঢালাই কাজের সময় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের একজন সহকারী প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও বক্স কালভার্ট ঢালাইয়ের সময় কোন সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন না।

এই বিষয়ে উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার বলেন, বক্স কালভার্ট ঢালাই করার বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদেরকে অবহিত করা হয়নি। সেই সাথে আমরা ঐ বক্স কালভার্টের কোন অর্থ তাদের প্রদান করিনি।

বক্স কালভার্ট নির্মাণে ওপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিপন পাটোয়ারী বলেন, ওই বক্স কালভার্ট নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা। তিনি এই বিষয়ে ভালো বলতে পারবেন।

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাকে অনুরোধ করেছিল স্থানীয় কোন মিস্ত্রি দিয়ে বক্স কালভার্টটি নির্মাণ করিয়ে দেওয়ার জন্য। যেহেতু কাজটি আমার ইউনিয়নে হচ্ছে তাই ঢালাইয়ের দিন আমিও দেখতে গিয়েছিলাম এবং সবকিছু ঠিক ভাবেই হয়েছে। সেই সময় উপজেলা সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন। রাজমিস্ত্রির খামখেয়ালিপনার কারণেই বক্স কালভার্টি ভেঙে পড়েছে। এখানে কোন নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *