তাফসির হোসেনঃ
২৭ মে,শনিবার
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারিয়া আক্তার (১৫) নামের এক মাদ্রাসার শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। সে উপজেলার চৌমুহনী ডিএস আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।
মারিয়ার চাচা ইকবাল হোসেন জানান, নিহত মারিয়া আক্তার উপজেলার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামের জিসানের মেয়ে। শনিবার দুপুরে মারিয়া পাশ্ববর্তী মুশু মিয়ার দোতলা বাড়ির ছাদে ধান শুকাতে যায়।
এক পর্যায়ে ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের খোলা তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা মারিয়াকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তারের করুন মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।