চাঁদপুরে বিজ্ঞান বিষয়ক বক্তব্যে সামি’র প্রথমস্থান অধিকার

জিহাদুল ইসলাম:

জেলা প্রশাসন চাঁদপুর কতৃক আয়োজিত ২ দিন ব্যাপী ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এর বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তব্যে প্রথম স্থান অধিকার করেন মুজতাহিদ বিন মাসুম সামি। সামি বাবুরহাট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ইতিপূর্বে সামি চাঁদপুর জেলা ও বিভাগীয় পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ একক বিতর্কে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এবং জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অধিকার করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩ জুন, শনিবার মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার চাঁদপুর, মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর অসিত বরণ দাশ, মেয়র চাঁদপুর পৌরসভা, মো: জিল্লুর রহমান জুয়েল। চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ আয়োজিত হয়। ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩ এ অংশ নেওয়া ৫০ জন মেধাবী শিক্ষার্থীদেরকে স্মারক সনদপত্র এবং ১২ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে বই এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *