নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন দগ্ধ ৬

বিশেষ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি এলাকার শীতলক্ষ্যা নদীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ওই ছয় জনকে মুমূর্ষ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শীতলক্ষ্যা নদীতে সাংহাই নামের একটি তেলবাহী জাহাজে রাত আড়াইটার দিকে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিয়ান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে যায়। এ সময় জাহাজে থাকা ছয় শ্রমিক দগ্ধ হয়।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *