চাঁদপুরে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

জসিম উদ্দিনঃ
০৭ জুন,বুধবার

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।

৬ জুন মঙ্গলবার দুপুরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফা বেগম কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।
হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, আজ দুপুরে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ১০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে চাঁদপুর শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী নিলুফা বেগম মারা যান।

একইভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলার সেকদী গ্রামের আলী আক্কাছের স্ত্রী রেখা বেগম (৫২)।

এছাড়াও অন্তত আরও ১০ জন নারী-পুরুষ অতিরিক্ত তাপমাত্রার কারণে বিভিন্নভাবে অসুস্থ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ ভর্তি রয়েছেন, আবার অনেকে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে নিলুফা বেগম ঘুরে পড়ে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাই।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *