তাফসির হোসেনঃ
০৯ জুন,শুক্রবার
প্রেমিকার জন্য চকলেট চুরি করতে গিয়ে প্রেমিক’কে হাতেনাতে ধরলো একটি সুপার শপের কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডের ওয়েলকাম সুপার শপে ঘটে এমন ঘটনা।
আটকের পর জানা গেলো, ওয়েলকাম সুপার শপে প্রবেশ করে সুযোগ বুঝে ইন্ডিয়ান ক্যাটবেরী ডেইরি মিল্ক তিন’টা চুরি করে পকেটে নিয়ে নেয়। এর মধ্যে একটি চকলেট তার সহযোগী বন্ধুর পকেটে রাখা হয়। তারা সটকে পড়লেও সিসি ক্যামেরার ফুটেজের কারণে আর রক্ষা হয়নি।
পরে প্রেমিক ও তার প্রেমের সহযোগী বন্ধুকে আটক করলে তার দায় স্বীকার করে বলেন, সপ্তম শ্রেণী পড়ুয়া প্রেমিকাকে চকলেট উপহার দিতে করতে হয়েছে চকলেট চুরি।
অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে তাদের অভিভাবকের হাতে হস্তান্তর করে ওয়েলকাম সুপার শপ কতৃপক্ষ।
ওইসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি আবু নোমান রিয়াদ কাসারী।