হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১০ বাংলাদেশির মৃত্যু

প্রাইম ডেস্কঃ
১১ জুন,রবিবার

পবিত্র হজ করতে এসে বাংলাদেশের ১০ হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে।তাদের মধ্যে আটজন পুরুষ এবং দু’জন নারী। এর মধ্যে আটজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একজন শ্বাসকষ্টে ভুগছিলেন। আরেকজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।
এসব হজযাত্রী গত ৩১ মে থেকে গত শুক্রবারের (৯ মে) মধ্যে মারা যান। তারা হলেন– গাইবান্ধার গোবিন্দগঞ্জের আব্দুল ওয়াহেদ (৪৬), রাজধানীর ডেমরার শাহানারা বেগম (৬৩), পাবনার চকছাতিয়ানী মাঠপাড়ার ডা. শফিকুল ইসলাম (৬৩), শেরপুরের ঝিনাইগাতীর আলী হোসাইন (৬৭), রাজধানীর খিলগাঁওয়ের আইয়ুব খান (৪৮), পঞ্চগড়ের ছোটদাপের শহীদুল আলম (৬৭), বগুড়ার আদমদীঘির রোকেয়া বেগম (৬২), নওগাঁর আত্রাইয়ের আদম উদ্দিন মণ্ডল (৬২), রংপুর সদরের মতিউর রহমান (৬৮) এবং গাইবান্ধার বনারীপাড়ার আমজাদ হোসেন আকন্দ (৬৫)।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *