তাফসির হোসেনঃ
১৩ জুন,মঙ্গলবার
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে চার কেজি গাঁজা সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল মালেক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। পরে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসে থাকা আব্দুল মালেকের ব্যাগে থাকা চার কেজি গাঁজা জব্দ করে পুলিশ। একই সাথে আটক করা হয় মাদক কারবারি আব্দুল মালেককে।
আটককৃত মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একভরপুর পাকা তোলা গ্রামের নজরুল ইসলাম বিসুর ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।