যুব ও ক্রীড়া উপসচিব এর সাথে বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ

আল আমিন মিয়াজী:
২৫, জুন,রবিবার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব এর সাথে বদলাও ইয়ূথ ফাউন্ডেশন নেতৃত্ববৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বদলাও ইয়ূথ ফাউন্ডেশন (বইফা)-এর পক্ষ থেকে মোহাঃ লিয়াকত আলী, উপসচিব, যুব-২ অধিশাখা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিরাজ চন্দ্র সরকার, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, স্যারদের- সাথে চাঁদপুরে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক জনাব আবেদ শাহ, ডিপিসি কপিল উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মোঃ মনির হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় যুব কাউন্সিল চাঁদপুর জেলা প্রতিনিধি ও কার্যকরী কমিটির সহ দপ্তর সম্পাদক জনাব মুহাম্মদ আবদুর রহমান রিজভী (সভাপতি বদলাও ইয়ূথ ফাউন্ডেশন), উদ্যোক্তা ও বইফা এর কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার, উদ্যোক্তা ও বইফা এর সদস্য তাইমুল ইসলাম মোল্লা।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *