দিশারী সমাজকল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও নতুন অফিস উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: ‌

সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগঠিত চাঁদপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন দিশারী সমাজকল্যাণ সংস্থা’র স্থায়ী অফিস উদ্বোধন ও ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী গত ০১ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে।
‌উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মেহেদুল করিম তামিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার।
‌বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়ন এর সদস্য (টংগীরপাড়-নোয়াপাড়া) মানিক হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর সভাপতি কাজী মোসলেহ উদ্দীন মিশু, স্থায়ী পরিষদের সদস্য এমরান হোসেন প্রধানীয়া, সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য জনাব মোঃ কাউসার আলম পাটওয়ারী, আব্দুস সালাম মোল্লা, মাসুদ বেপারী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী পরিষদ এর সহ সভাপতি এম এস সজীব, মোঃ শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক আফছার আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান পিয়াস, অর্থ সম্পাদক মোঃ সজিবুল ইসলাম মুন্সী, দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আকাশ হোসেন, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রহমান মজুমদার, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শামীম হোসেন গাজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহপরান খন্দকার ও সদস্য খালেদ জিসান, জাবেদ হোসাইন, তৌহিদুজ্জামান সিফাত, শাহাদাত হোসেন, রিয়াদ প্রধানীয়া, আলাউদ্দীন বেপারী, হাফেজ মোঃ রায়হানুল ইসলাম ও গোলাম জাবের প্রমুখ।
‌এছাড়াও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার পরিবেশ বিষয়ক সম্পাদক এর হাতে সংগঠনের প্রধান সমন্বয়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক গাছের চারা হস্তান্তর করেন ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *