কুমিল্লায় মা ও ছেলেকে পিটিয়ে হত্যা

তাফসির হোসেনঃ
০৫ জুলাই,বুধবার

কুমিল্লায় গতকাল মধ্যরাতে মা ও ছেলেকে পিটিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।পূর্বশত্রুতার জের ধরে কুমিল্লার চৌদ্দগ্রামে মা ও ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ জুলাই) মধ্যরাতে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন: একই এলাকার নিপা আক্তার (২৭) ও তার ছেলে আলী আহসান মুজাহিদ (০৮)। নিপা আক্তারের স্বামী আনোয়ার হোসেন দুবাই প্রবাসী।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মা ও ছেলের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ হত্যাকাণ্ডে শুভ নামে এক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত নিপা আক্তারের বাবা জালাল আহমেদের অভিযোগ, আনোয়ার হোসেনের সঙ্গে তার ভাই মীর হোসেনের সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। এর জের ধরে মীর হোসেনের ছেলে মঈনুল হাসান শুভ (২২) তার মেয়ে ও নাতিকে হত্যা করেছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *