তাফসির হোসেনঃ
০৫ জুলাই, বুধবার
চাঁদপুরের হাজীগঞ্জে সাত বছর পর কামরুল হত্যা মামলার পলাতক আসামী সুজন সরদার(৩০)কে গ্রেফতার করেছে পিবিআই।
সোমবার রাতে পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক কবির আহাম্মদ এর নেতৃত্বে পিবিআই চাঁদপুর এর একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সুজন সরদার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ীর মৃত সিরাজুল ইসলাম সরদারের ছেলে।
গ্রেফতারের পর সুজন সরদারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পিবিআইয়ের দেয়া তথ্য মতে, গেলো ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়নের মাতৈন সরদার বাড়ী বাঁশ ঝারের মধ্যে হাত পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো বাঁশের সাথে ঝুলানো অবস্থায় কামরুলের মৃতদেহ পাওয়া যায়।
এ ঘটনায় মৃত কামরুলের ফুফাত ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে সিআইডি মামলাটি তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে বিজ্ঞ Island মামলাটি পিবিআই চাঁদপুরকে তদন্ত করার নিদের্শ প্রদান করেন। অবশেষে চাঁদপুর পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান আসামীকে গ্রেফতার করে।