এলিফ্যান্ট রোডের বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ
০৬ জুলাই,বৃহস্পতিবার

রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসা থেকে মাজহারুল ইসলাম (২৩) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পুলিশ সদস্য অ্যান্টি-টেররিজম ইউনিটের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারে তিন নম্বর ভবনের নিচ তলা ভাড়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাকছুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার দেহটি নিচে পড়া ছিল, উপরে ফ্যানে গামছা পেঁচানো ছিল। গলায় দাগ ছিল। ধারণা করা হচ্ছে, মাজহারুল ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সময়ে নিচে পড়ে মারা যায়। এছাড়া অন্য কোনও কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *