ফারুক আহমেদ বাদলঃ
০৬ জুলাই,বৃহস্পতিবার
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখার এক সভা ৬ জুলাই ২০২৩ তারিখে স্থানীয় কচি-কাঁচা মিলনায়তনে সংগঠনের সভাপতি ফারুক আহমেদ বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মোস্তাফা কামালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩ সালের কিন্ডারগার্টেন বৃত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আগামী ২০ শে জুলাই এর মধ্যে শিক্ষার্থীদের ১ কপি ছবিসহ, নাম, পিতার নাম, মাতার নাম, শ্রেণী, জন্ম তারিখ সহ নির্ধারিত ফরমে আবেদনপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করেছেন এসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল । সভায় কেএফটি পরিবারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আশা প্রকাশ করা হয় আগামী দিনগুলোতে কেএফটি কিন্ডারগার্টেনএসোসিয়েশন এর পাশে থাকবে। এছাড়া সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আলোচনায় অংশ নেন সহ-সভাপতি ও কাচিয়ারা মডেল প্রাথমিক কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব পাটোয়ারী, সহ-সভাপতি ও মাদার কেয়ার একাডেমীর পরিচালক মোঃ শাহজাহান সাগর, উপদেষ্টা ক্যামব্রিয়ান স্কুলের পরিচালক ডি এম আলাউদ্দিন, ডিউ ড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাঈদুল আরেফিন আরেফিন শ্যামল, জেলা কমিটির সদস্য জিএম সানাউল্লা, সহ সভাপতি ও ব্রাইট কেজি স্কুলের মোহাম্মদ আলী মুকুল, স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির পরিচালক মোহাম্মদ রিয়াদুল আলম, এফ এম ইন্টা, এর পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন,স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির প্রধান শিক্ষক রাধেশ্যাম মন্ডল, আদর্শ স্কুলের মোঃ কবির হোসেন, নাউজান কিন্ডারগার্টেনের মোঃ ইব্রাহিম মোল্লা প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন এবিসি কেজি স্কুলের রাম নারায়ণ মজুমদার,নাগদা কেজি স্কুলের মোহাম্মদ শাহিন, পল্লীমা কিন্ডারগার্টেনের শান্ত দাস, আশ্বিনপুর আইডিয়াল কিন্ডারগার্টেনের এম এম ফাহিম, কালিকাপুর উদয়ন স্কুলের মোহাম্মদ ইদ্রিস আলী, আনোয়ারা ল্যাব স্কুলের মোহাম্মদ নাসির উদ্দিন, বহরী শিশু একাডেমি মোঃ ফারুক আহমেদ,স্বরলিপি প্রি ক্যাডেট স্কুলের মোহাম্মদ দাঁদন ফরাজী, সাহাপুর এম আর স্কুলের মাজহারুল ইসলাম,তুষপুর আইডিয়াল স্কুলের জোসনা আক্তার, স্ট্যান্ডার্ড এডুকেয়ার একাডেমির সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, স্বরলিপি প্রি ক্যাডেট স্কুলের রুপু দাস, মেধাবিকাশ কেজি স্কুলের শিলা নাগ, সাইমুম কিন্ডার গার্ডেনের পারভিন সুলতানা, নারায়ণপুর আদর্শ একাডেমীর মোঃ আব্দুল হাই, মাছুয়াখাল আদর্শ একাডেমির মরিয়ম আক্তার, মাতৃ নিকেতন কিন্টারগার্ডেনের সঞ্জয় চক্রবর্তী, নতুন কুড়ি একাডেমীর আব্দুর রব, সিরাজুল হক হাজরা বালিকা বিদ্যালয়ের মোহাম্মদ সামসুজ্জামান, বর্ণমালা আদর্শ একাডেমীর মোহাম্মদ ডালিম সারওয়ার, জোড়পুল আইডিয়াল স্কুলের শেখ ফরিদ পাটোয়ারী, সুবর্ন স্কুলের ফজলে রাব্বি ইয়ামিন, কচি-কাঁচা প্রি- ক্যাডেট স্কুলের মোহাম্মদ খোরশেদ আলম প্রমূখ।