স্টাফ রিপোর্টারঃ
০৬ জুলাই,বৃহস্পতিবার
চাঁদপুরে টিম পিবিআই এর তৎপরতায় অপহৃত ভিকটিম জান্নাতুল রওজাত ইভা (১৪) উদ্ধার হয়েছে।
মঙ্গলবার পিবিআই চাঁদপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় মামলাটির তদন্তকারী কর্মকর্তা পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
পিবিআই সূত্র মতে, গেল ২৪ মে সকালে মতলব উত্তর থানাধীন গজরা সাকিনস্থ ওটারচর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে কাশেমনগর মোড় হতে আসামীগণ ভিকটিমকে অপহরণ করে।
পরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা নং-১৫৪/২০২৩ অনুযায়ী ভিকটিমকে উদ্ধারে তৎপরতা চালায় পিবিআই।
এ মামলার আসামী মো: শাওন (২০) ও তার সহযোগী সফি উল্ল্যাহ (২০), রাকিব হোসেন (১৮) এবং সোবহান (৩০)।
পিবিআই সূত্রে আরও জানা যায়, তথ্য প্রযুক্তির সহায়তায় চাঁদপুর জেলার সদর থানাধীন চেয়ারঘাটা এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয় এবং ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে ভিকটিমের জবানবন্দি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারা মোতাবেক গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পিবিআই উপ-পুলিশ পরিদর্শক মো: ফজলুর রহমান চৌধুরী পপুলার বিডিনিউজকে বলেন, আমরা ৪ জুলাই মঙ্গলবার ভিকটিম জান্নাতুল রওজাত ইভাকে উদ্ধার করতে সক্ষম হই এবং ২২ ধারা জবানবন্দি গ্রহণপূর্বক ভিকটিম তার আইনানুগত অভিভাবকের জিম্মায় যেতে ইচ্ছুক না হওয়ায় বিজ্ঞ আদালত ভিকটিমকে মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রামে প্রেরণের আদেশ প্রদান করেন। আদালতের আদেশ মোতাবেক বুধবার ভোরে পুলিশ স্কটের মাধ্যমে তত্ত্বাবধায়ক, মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন, ফরহাদাবাদ, হাটহাজারী, চট্টগ্রামে বুঝিয়ে দেওয়া হয়।