বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

প্রাইম স্পোর্টস্
১০ জুলাই,সোমবার

বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার কথা জানিয়েছে পাকিস্তান!

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে আসবে কিনা পাকিস্তান সেটা পরিষ্কার সিদ্ধান্ত হয় নি। দরকষাকষি চলছে। একদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি বিশেষ কমিটি তৈরি করেছিলেন। আজ পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি জানিয়েছেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান’।

তবে একটি শর্তও রেখেছেন তিনি। সেই শর্ত পূরণ হলে তবেই পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে আসার অনুমতি পাবে। তাই বাবর আজমদের বিশ্বকাপ খেলা পুরোপুরি নির্ভর করছে সরকারের উপর। ক্রীড়ামন্ত্রীর এমন মন্তব্যে অনিশ্চয়তায় বাবরদের বিশ্বকাপ খেলা।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে এহসান বলেন, ‘যদি ভারত এশিয়া কাপের খেলায় নিরপেক্ষ ভেন্যু দাবি করতে পারে, আমরাও তাহলে ভারত বিশ্বকাপের ব্যাপারে একই দাবি করতে পারি।’

নিজের এই মত কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে তুলে ধরার কথাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী এহসান। সঙ্গে এমনটিও জানিয়েছেন যে চূড়ান্ত সিদ্ধান্তই প্রধানমন্ত্রী নেবেন। তিনি বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আমি ১১ জন মন্ত্রীর মধ্যে একজন, যারা এই কমিটির অংশ হয়েছেন। আমরা সমস্যা নিয়ে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীকে আমাদের সুপারিশ জানাব, যিনি পিসিবির প্রধান পৃষ্ঠপোষকও। প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’

আগামী ৯ থেকে ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকার ডারবানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। সেখানে এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সঙ্গে কথা বলতে পারেন পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। আশা করা হচ্ছে, ঐ বৈঠকে এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে আলোচনা হবে।

রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। তবে পাকিস্তানের দেয়া হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে এই ‘হাইব্রিড মডেলের’ পক্ষে নন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। সব ম্যাচ আয়োজনের অধিকার আছে পাকিস্তানের। ক্রিকেটপ্রেমিরাও তেমনটা চায়। আমি হাইব্রিড মডেল চাই না।’

ক্রিকেটের মধ্যে ভারতই রাজনীতি টেনে এনেছে দাবি করে পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে এসেছে ভারত। আমি বুঝতে পারছি না ভারত সরকার কেন তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে খেলতে পাঠাতে রাজি নয়। কিছুদিন আগেই ভারতের বেসবল দল ইসলামাবাদে খেলেছে। ব্রিজ খেলতেও পাকিস্তানে এসেছিলো ভারতের খেলোয়াড়রা। সেখানে ৬০ জনের বেশি মানুষ ছিলো। ঐ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে আমি গিয়েছিলাম। তারা সেখানে জিতেছে। পাকিস্তানের হকি, ফুটবল, দাবা দল ভারতে গিয়ে খেলেছে।’

পুনরায় দু’দেশের ক্রিকেট সফরের শুরুর পক্ষে এহসান মাজারি। তিনি বলেন, ‘টেলিভিশনে পাকিস্তান-ভারত ম্যাচ সবচেয়ে বেশি দেখে মানুষ। আমরা চাই সুস্থ ক্রিকেট খেলা হোক। আমরা ভারতের কাছে ইতিবাচক সাড়া আশা করছি।’

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *