গণঅধিকার পরিষদের কাউন্সিলে সভাপতি নুর, সম্পাদক রাশেদ

স্টাফ রিপোর্টারঃ
১১ জুলাই,মঙ্গলবার

রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের আট সদস্য পদেও ভোট হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ রাশেদ খান। দলের সদস্য সচিব নুরুল হকের সমর্থকদের ঘোষিত প্রথম কাউন্সিল শেষে সোমবার রাত সাড়ে ১০টায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

তবে দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীদের একটি অংশ কাউন্সিলে অংশ নেয়নি।

রাজধানীর পল্টনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী উচ্চতর পরিষদের আট সদস্য পদেও ভোট হয়।

গণঅধিকার পরিষদ সূত্রে জানা যায়, জাতীয় কাউন্সিলের ভোটার ২১৬ জন।

কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম রাতে ফল ঘোষণা করেন। দলের উচ্চতর পরিষদের ভোটে জয়লাভ করেন আবু হানিফ, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, নুরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন, শাকিল উজ্জামান, হানিফ খান ও শহিদুল ইসলাম।

গণঅধিকার পরিষদের কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী ছিলেন তিনজন। সদস্য সচিব নুরুল হক ছাড়া অপর দু’জন হলেন যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন পাঁচজন। তারা হলেন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, হাসান আল মামুন ও যুগ্ম সদস্য সচিব জিল্লু খান।

উচ্চতর পরিষদের ৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৮ জন।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *