নিয়ম রক্ষার ম্যাচে বড় জয় বাংলাদেশের

প্রাইম স্পোর্টসঃ
১১ জুলাই, মঙ্গলবার

বোলারদের দুরন্ত বোলিং, তারপর লিটন-সাকিবের দায়িত্বশীল ব্যাটিং। দলগত পারফরম্যান্সেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খোয়ানো টাইগাররা সিরিজের শেষ ম্যাচ জিতেছে ৭ উইকেটে, ১৫৯ বল হাতে রেখেই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ধবলধোলাই এড়াতে বাংলাদেশের লক্ষ্য ছিল মাত্র ১২৭।

সেই রান তাড়ায় নেমে দলীয় ২ রানেই ওপেনার নাঈম শেখকে হারায় স্বাগতিকরা। ৮ বল খেলে রানের খাতা না খুলেই ফজল হক ফারুকির বলে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার।

ফারুকি ফেরান নাজমুল হোসেন শান্তকেও। দারুণ ছন্দে থেকে এই সিরিজে শুরু করা শান্ত শেষ ম্যাচেও রান করতে পারেননি।

তিনি বিদায় নেন ১১ রান করে। নাঈমের মতো তিনিও বোল্ড ফারুকির ভেতরে ঢোকা বল খেলতে গিয়ে।

নাঈম-শান্ত অল্পতেই ফিরতে বাংলাদেশকে চেপে ধরার চেষ্টায় ছিল আফগানিস্তান। তবে সাকিব আল হাসানের আগ্রাসী এবং লিটন দাসের দায়িত্বশীল ব্যাটিংয়ে তা আর হয়নি। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করা সাকিব ব্যাট হাতেই আজ আলো কেড়েছেন। মোহাম্মদ নবীকে উইকেট দেওয়ার আগে ৩৯ বলে ৩৯ রান করেন সাকিব।

সাকিব ফিফটি মিস করলেও রান খরায় ভুগতে থাকা দলের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন ঠিকই ফিফটি তুলে নেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬০ বলে ৫৩ রান করে। বাংলাদেশের হয়ে জয়সূচক রান আসে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। জিয়া উর রহমানকে অফ-সাইডে স্কয়ারে চার মেরে দলের জয় নিশ্চিত করেন তিনি। ১৯ বলে ২২ রান করেন তাওহীদ।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *