চাঁদাবাজি মামলার আসামি খলীল পুলিশের হাতে গ্রেফতার

বিশেষ প্রতিনিধি : কালুখালী থানা পুলিশের অভিযানে মঙ্গলবারে এসআই(নিঃ) প্রদীপ চন্দ্র সরকার, সঙ্গীয় ফোর্স সহ কালুখালী থানা মামলা নং ০৪ ধারা ৩৮৫ দঃ বিঃ এর এজাহার নামিয় আসামি মোঃ খলিল ফকির (৪০), পিতা- জলিল ফকির, গ্রাম- লস্করদিয়া, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী সংগীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেন। তথ্য সূত্রে জানা যায় তিনি চাঁদাবাজি,ডাকাতি, চুরি মারধর, জমি দখল সহ বিভিন্ন কাজে লিপ্ত ছিলেন। উক্ত আসামিকে অদ্য ইং-১২/০৭/২০২৩ তারিখ যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *