চাঁদপুর প্রতিনিধিঃ
১৩ জুলাই,বৃহস্পতিবার
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় প্রেমিক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে।
প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় ঘুমের ওষুধ খেয়ে ও বিষ পান করে রাকিব হোসেন নামে এক প্রেমিক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে এমন ঘটনা নিয়ে বুধবার দুপুরে চাঁদপুর সরকারি হাসপাতালে আত্মহত্যার চেষ্টাকারী যুবক এবং ওই প্রেমিকার পরিবারের সাথে হট্টগোলের সৃষ্টি হয়।
রাকিব হোসেন ফরিদগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামের দুলাল গাজীর ছেলে এবং প্রেমিকা মাহিয়া আক্তার একই উপজেলার কারবার চর গ্রামের বাচ্চু মিয়ার কন্যা।
রাকিবের স্বজনদের অভিযোগ মাহি আক্তার তিন বছর ধরে রাকিবের সাথে প্রেমের সম্পর্ক করে মুঠোফোনে কথা বলে আসছে। গত কয়েকদিন পূর্বে মাহির অন্যত্র বিয়ে ঠিক করে তার পরিবার।
একথা জানতে পেরে রাকিব মাহিকে পালিয়ে আসার কথা বলে। কিন্তু প্রেমিকা মাহি রাকিবের কথা না রেখে উল্টো এতদিন সে তার সাথে সে টাইমপাস করেছে বলে জানিয়ে দেয়।
আর এজন্যই রাকিব ঘুমের ওষুধ খেয়ে এবং বিষ জাতীয় ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।