স্টাফ রিপোর্টারঃ
১৩ জুলাই,বৃহস্পতিবার
রাজধানীর গুলশানে পুলিশ সদস্য ও চলাচলরত যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ছেন আন্দোলনরত ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে গুলশান-১ নম্বর গোল চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গুলশান-১ নম্বর গোল চত্বর থেকে পুলিশ আন্দোলনরত ব্যবসায়ীদের সরিয়ে সড়ক খুলে দিলে ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে বেশ কয়েকটি যানবাহনের গাড়ির কাঁচ ভেংগে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।