নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে সম্মাননা দিল হিউম্যানিটিজ অর্গানাইজেশন

আল-আমীন মিয়াজি :
১৪ জুলাই, শুক্রবার

চাঁদপুরের মতলব উপজেলার নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আরিফ বিল্লাহ ও সম্পাদক মুজাম্মেল প্রধান হাসিবকে হিউম্যানিটিজ অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছ।

স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “হিউম্যানিটিস অর্গানাইজেশন” এর পক্ষ থেকে নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জুলাই বিকাল ৩টায় নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সভাপ্রধানে এবং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম,বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, প্রাইম টিভির হেড অব নিউজ সাইদুল আরেফিন শ্যামল, শিক্ষানুরাগী কাজী মো. ফয়সাল, নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বকাউল।

সংগঠনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইমন, সহ-প্রচার সম্পাদক জয় সাহা। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠান শেষে নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদককে হিউম্যানিটিজ অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক তাওহীদ পাটোয়ারী মনিরসহ সংগঠনের সদস্যরা।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *