কূটনৈতিক প্রতিনিধিঃ
১৫ জুলাই,শনিবার
এই সরকার থাকাবস্থায় সুষ্ঠু নির্বাচন হবে না জানিয়ে নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে আজ শনিবার বিকেলে গুলশানে জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে ইইউ প্রতিনিধি দল। বৈঠকে নির্বাচনকালীন সরকারসহ সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে আলোচনা হয়। এ সময় সরকার বা বিরোধী কোনো দলের সাথেই জামায়াতের লেজুড়বৃত্তি নেই বলে দাবি করেন দলটির নায়েবে আমির।
গতকাল সিলেটে জনসভা করতে জামায়াতকে বাধা দিয়েছে সরকার এমন অভিযোগ করেন তারা। তবে আগামী ২২ জুলাই চট্টগ্রামে জনসভা করার অনুমতি চাইবে দলটি। দলের আমির বলেন, নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করার অধিকার আছে জামায়াতের।