বিএনপি’র প্রচার মাইকিংয়ে ডিএমপির নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টারঃ
১৬ জুলাই,রবিবার

রাজধানীতে মাইকিং না করতে বিএনপিকে চিঠি দিয়েছে ডিএমপি।
সভা-সমাবেশের প্রচারণায় পাড়ায় পাড়ায় মাইকিং করা থেকে বিরত থাকতে বিএনপিকে চিঠি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৫ জুলাই) ডিএমপির কমিশনারের পক্ষে স্পেশাল অ্যাসিসটেন্ট সৈয়দ মামুন মোস্তফা স্বাক্ষরিত চিঠিতে এ কথা বলা হয়েছে।

রবিবার (১৬ জুলাই) দুপুরে বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, শনিবার ডিএমপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক (গণমাধ্যম) এবিএমএ রাজ্জাক এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দফতরের চলতি দায়িত্বে সাইদুর রহমান মিন্টুকে দেওয়া দুটি পৃথক চিঠিতে বিষয়টি বলা হয়েছে।

‘মাইকিং করা হতে বিরত থাকা’ প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, ১৫ জুলাই বিএনপির দাখিল করা আবেদনে আগামী ১৭ জুলাই থেকে ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার বিষয়টি উল্লেখ রয়েছে। তবে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬-এর ৩১ বিধি অনুযায়ী, মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনও শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

এ অবস্থায় চিঠিতে ওই বিধি অনুযায়ী, জনসাধারণের বিরক্তিসহ শব্দদূষণ রোধে মাইকিং করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *