আল আমিন মিয়াজীঃ
১৭ জুলাই,সোমবার
গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন কর্তৃক বিভিন্ন বৃক্ষের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর আহবানে উপজেলাব্যাপী বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে রবিবার, ১৬ জুলাই ২০২৩ তারিখে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের সম্মানিত সদস্যরা এই কর্মসূচি সফল করেন।
চলমান কার্যক্রমের অংশ হিসেবে বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাহানাজ আক্তার, ফেরদৌসী আক্তার, প্রতিমা রানী বেপারী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনের স্থায়ী পরিষদের সদস্য শামিম আহমেদ, কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক এ এস পলাশ, প্রচার সম্পাদক সীমান্ত পাল সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমাদের দেশের মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা দরকার হলেও বর্তমানে সর্বসাকূল্যে ১৭ ভাগ বনভূমি রয়েছে। এর ফলে পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বেশি বেশি চারাগাছ রোপণের তাগিদ সৃষ্টি করা অতীব জরুরি। এমতাবস্থায় অঙ্গীকার বন্ধু সংগঠন ২০১৩ সালের ০১ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ সবাইকে ব্যক্তিগতভাবে নিজ বাড়ির আশপাশ সহ পতিত জমিতে চারাগাছ রোপন করতে উদাত্ত আহবান জানান।