চার ঘণ্টায় সর্বোচ্চ ১৬ শতাংশ, সর্বনিম্ন তিন শতাংশ ভোট

ঢাকা -১৭ আসনের ভাষানটেক, মানিকদি ও ইসিবি অঞ্চলে ভোট চলছে। তবে ভোটারের সংখ্যা দেখার মতো নেই। কিছু কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের ভীড় দেখা গিয়েছে।

আজ রবিরার ভাষানটেক, মানিকদি ও ইসিবি অঞ্চলের কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় সর্বোচ্চ ১৬ শতাংশ ভোট পড়েছে। আর সর্বনিম্ম ৩ শতাংশ ভোট পড়েছে।

ভাষানটেক মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয় তিনটি ভোট কেন্দ্র রয়েছে। এটি নারী ভোটকেন্দ্র।

এর ১ নম্বর কেন্দ্রে ভোটার রয়েছে ২৯৩৪ জন। এর মধ্যে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ৪৯২ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ১৬ শতাংশ ভোট পড়েছে। এর বাকি ২ কেন্দ্রে ভোটার রয়েছে ২৯৬১ ও ২৯২৯ জন।

এর মধ্যে ২৩৭ ও ২০২টি ভোট পড়েছে। অর্থাৎ ২ কেন্দ্রে ৮ শতাংশ ও ৬.৯ শতাংশ ভোট পড়েছে। 

ভাষানটেক মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের পর দেওয়ান পাড়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজে ভোট পড়েছে ৬ শতাংশ। এখানে ভোটার সংখ্যা ২৮৭১ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৭৩টি।

ভাষানটেক স্কুল এন্ড কলেজের ভোট কেন্দ্র রয়েছে ৪ টি। এর মধ্যে ২টি পুরুষ ভোট কেন্দ্র আর ২ টি নারী ভোটকেন্দ্র। পুরুষ ভোট কেন্দ্র ২টিতে ভোটার রয়েছে ২৪২৩ জন ও ২৪০৩ জন। এর মধ্যে ভোট পড়েছে ১০০ ও ১৫০টি। যা শতাংশে ৪ ও ৬. ২৪ শতাংশ। অন্যদিকে নারী কেন্দ্র ২টিতে ২২২৪ ও ২২০৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ৭০ ও ৬৬ জন। যা শতাংশে ৩.৫০ ও ৩ শতাংশ।

হুইল চেয়ারে বসে ভোট দিতে এসেছেন ভাষানটেকের বাসিন্দা কুলসুম। কালের কণ্ঠকে কুলসুম বলেন, ‘আমি প্রথম ভোটার হয়েছি৷ তাই ভোট দিতে এসেছি। ভোট দিয়ে খুব ভালো লাগছে।’

ভাষানটেক মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের পিজাইডিং অফিসার আবুল বাশার কালের কণ্ঠকে বলেন, ‘আমার কেন্দ্রেই সর্বোচ্চ ভোট পড়েছে। সকালে তেমন ভোটার ছিলো না। বেলা বাড়তেই ভোটার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি শেষ পর্যন্ত ভালো ভোটার পড়বে।’

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *