স্টাফ রিপোর্টারঃ
১৭ জুলাই,সোমবার
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ওয়াটার বাস ৭০-৮০ জন যাত্রী নিয়ে ডুবে গেছে।
শনিবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অনেক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি।
বিআইডব্লিউটিসির মালিকানাধীন ওয়াটার বাসটি সদরঘাট থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জে যাত্রী পারাপারে নিয়োজিত ছিল। স্থানীয় ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
সদরঘাট নদী ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার থেকে ১টি ইউনিট ডুবুরিসহ উদ্ধার কাজ করছে। এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে।
সদরঘাট নৌ থানার ওসি শফিকুর রহমান বলেন, ওয়াটার বাসটি সদরঘাট থেকে কালীগঞ্জের তেলঘাট যাওয়ার সময় বালুবাহী বাল্কহেড এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ওয়াটার বাসটি ঘটনাস্থলেই ডুবে যায়। নারী-শিশুসহ অন্তত ৭০-৮০ জন যাত্রী ছিলেন ওয়াটার বাসটিতে।অনেকে সাঁতরে তীরে উঠেছেন।হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো তা বলা যাচ্ছে না। উদ্ধারকাজ চলছে।