মতলব প্রতিনিধিঃ
১৯ জুলাই,বুধবার
১৮ জুলাই অপরাহ্নে চাঁদপুরের মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলের বালক ও বালিকা উইংয়ে হাউজ ভিত্তিক আলাদা ভাবে বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। লিগ পদ্ধতিতে আটটি হাউজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
প্রভাষকগণের উপস্হিতিতে প্রতিষ্ঠানের রেক্টর ও সাবেক উপসচিব জাকির হোসেন কামাল এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
দুটো চ্যাম্পিয়ন টিম ও সেরা আটজন খেলোয়াড়কে পুরস্কার দেয়া হবে। তাছাড়া সেরা খেলোয়াড়দের নিয়ে একটি বালক ও একটি বালিকা কেএফটি ফুটবল টিম গঠন করা হবে। ঢাকা থেকে আগত বিকেএসপির সাবেক কৃতি ছাত্র ও বিশিষ্ট ফুটবল প্রশিক্ষক শাহরিয়ার শাকিল এর তত্বাবধানে বাছাই করা ফুটবলারদের আগষ্ট মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেয়া হবে।