প্রাইম স্পোর্টসঃ
২২ জুলাই,শনিবার
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের বিপক্ষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন।
এতে দাপুটে জয় নিশ্চিত করেছে সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস একে অন্যের মুখোমুখি হয়েছিলেন। এতে লিটন কুমার দাসের জাগুয়ার্সদের বিপক্ষে সাকিবের দল জিতেছে ৫ উইকেটে।
বল হাতে বাঁহাতি স্পিনার সাকিব এ ম্যাচে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন। এমনকি জাতীয় দলের সতীর্থ লিটনকেও সাজঘরে ফিরিয়েছেন সাকিবই।
১১ বলে ৯ রান করে আউট হয়েছিলেন লিটন। তবে দলীয় অধিনায়ক ইফতেখার আহমেদ এবং ওয়ানডাউনে নামা জতিন্দর সিংয়ের ব্যাটে ভর করে ১৩৬ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় সারে। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ইফতেখার।
পরে ব্যাট করতে নেমেও ঝড় তোলেন সাকিব। ওয়ানডাউনে নেমে খেলেছেন ১৩ বলে ২৬ রানের কার্যকরী এক ইনিংস। দলীয় ৫৪ রানে সাজঘরে ফিরলেও এর আগে দলকে দিয়েছেন শক্ত ভিত।
শেষ পর্যন্ত দিলপ্রীত সিং ও দীপেন্দ্র সিংয়ের ২৮ রানের ইনিংসে ভর করে ৯ বল আর ৫ উইকেট হাতে রেখেই জয় পায় মন্ট্রিয়েল টাইগার্স।