প্রাইম স্পোর্টসঃ
২৩ জুলাই,রবিবার
হারমানপ্রীতদের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছে বিসিবি।প্রয়োজনে আইসিসি পর্যন্ত যাওয়ার হুমকি।
সিরিজ শেষে ভারতীয় দলের আচরণ, আম্পায়ারদের প্রতি ক্ষিপ্র আচরণ নিয়ে চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ শেষে হারমানপ্রীত কৌরদের শিষ্টাচারিতা নিয়ে প্রশ্ন তুলে আইসিসি পর্যন্ত যাওয়ার কথা বলেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে শনিবার (২২ জুলাই) ম্যাচ শেষে এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন নাদেল। বিসিবি আগে ম্যাচ রেফারির রিপোর্ট দেখবে। পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা না এলে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি পর্যন্ত যাবে।
নাদেল বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে এ ধরণের প্রশ্ন কেউ তোলেনি। তোলার কোনো সুযোগও পায়নি। আমরা তাদের বোর্ডের সঙ্গে বা আইসিসির সঙ্গে কথা বলব। আমরা প্রথমে দেখব, ম্যাচ রেফারি কি রিপোর্ট দেয়। ম্যাচ রেফারির রিপোর্ট দেখার পরে আমরা আইসিসির সঙ্গে কথা বলে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে যেটা প্রয়োজন সেটা করব।’
ম্যাচ চলাকালীন আউট নিয়ে নাখোশ হয়ে স্ট্যাম্প ভাঙেন ভারত অধিনায়ক হারমানপ্রীত। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে আম্পায়ারদের নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখান তিনি। এছাড়া ফটোসেশনের সময় অযাচিত মন্তব্য করায় দল নিয়ে চলে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সব মিলিয়ে বিসিবি ক্ষিপ্ত ভারতীয় ক্রিকেটারদের আচরণে। নাদেল প্রশ্ন তোলেন শিষ্টাচার নিয়ে।
বিসিবির এই কর্তা বলেন, ‘ক্রিকেট ভদ্রলোকের খেলা। এখানে ভালো খেলোয়াড় হওয়ার আগে ভদ্রতা সম্পর্কে এবং ক্রিকেটীয় জ্ঞানটা আগে অর্জন করতে হবে। তারপর আমরা আন্তর্জাতিক ম্যাচ নিয়ে মন্তব্য করব। আমি মনে করি এ জায়গায় ঘাটতি আছে।’
আম্পায়ারদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নাদেল আরও বলেন, ‘আম্পায়ার যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, সবগুলোর সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। যেভাবে বলেছে (হরমনপ্রীত) আমি মনে করি আমাদের বোর্ড টু বোর্ড কথা হবে (বিসিবি ও বিসিসিআই)। আম্পায়াররা তাদের যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার বিষয় সেগুলো নেবেন। ম্যাচ রেফারি ছিলেন, তার রিপোর্টে এ বিষয়গুলো নিয়ে আসবেন। তখন আমরা দেখব।’