স্টাফ রিপোর্টারঃ
২৪ জুলাই,সোমবার
সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর এক মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি।
কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে
২৮ জুলাই বিভাগীয় শহরে মিছিল, ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল ও ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে দলটি।