প্রাইম স্পোর্টসঃ
২৬ জুলাই,বুধবার
লিওনেল মেসিকে দলে ভেড়ানোর সুফল পাচ্ছে ইন্টার মায়ামি। ক্ষুদে জাদুকরের নৈপুণ্যে লিগ কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে মায়ামি। মেসির জোড়া গোল ও এক এসিস্টে আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।
ক্রুজ আজুলের বিপক্ষে বদলি হিসেবে নামলেও লিগ কাপের দ্বিতীয় ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন ম্যাচের শুরু থেকেই। আর সে কারণেই মেসি জাদু শুরু হয় ম্যাচের প্রথমেই।
অষ্টম মিনিটের মাথায় সার্জিও বুসকেটস তুলে দেয়া বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের বাইরে বাঁ পায়ের শট নেন মেসি। গোলপোস্টে লেগে বল ফিরে আসলে ফিরতি শটে জাল কাঁপান আর্জেন্টাইন এই তারকা।
এই গোলের মধ্য দিয়ে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন লিও। এ নিয়ে ১০০টি ভিন্ন ক্লাবের বিপক্ষে গোল করার মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
ম্যাচের ২২তম মিনিটে আরও এগিয়ে যায় মায়ামি। এবারও দলকে এগিয়ে দেয়ার কারিগর মেসি। সতীর্থ রবার্ট টেলরের সঙ্গে বক্সে বল বিনিময় করে ব্যবধান বাড়ান মায়ামি অধিনায়ক।
বিরতির ঠিক আগমুহূর্তে দলকে ৩-০ ব্যবধানে নিয়ে যান টেলর। ৪৪ তম মিনিটে পাওয়া সেই গোলের সুবাদে বড় ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।