নিজস্ব প্রতিনিধিঃ
৩১ জুলাই,সোমবার
সনদ সত্যায়ন পদ্ধতি আর থাকছে না।সব মানুষের (পৃথক) একটা কোড নম্বর থাকবে। সেই কোডটা দিয়ে তার সকল তথ্য যাচাই করা যাবে।
সরকারের প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তাদের দিয়ে সনদ সত্যয়ন করার প্রক্রিয়া শিঘ্রই তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন।
রবিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সরকারি চাকরির আবেদনের সঙ্গে ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সত্যায়িত করতে গিয়ে অনেকেই ভোগান্তিতে পড়েন। বিষয়টি সহজ করতে সরকার কোনো উদ্যোগ নেবে কিনা, সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক।
জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘এটা আমারও কথা। ছাত্রজীবনেও দেখেছি। একটা সিল দিয়ে মেরে দিলে তো হল। কারণ সনদতো অরিজিনাল।’
তিনি বলেন, ডিজিটালাইজেশন বিষয়ে অনেক পরিবর্তন হচ্ছে। সরকারের বিগ ডেটা, ভোটার আইডিতে এসব তথ্য থাকছে। ডিজিটাল বেজড স্মার্ট বাংলাদেশ গঠন করা হচ্ছে। সেখানে প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নেন্স বা সরকারব্যবস্থা। যখন এটা হবে, তখন সব মানুষের (পৃথক) একটা কোড নম্বর থাকবে। সেই কোডটা দিয়ে তার সকল তথ্য যাচাই করা যাবে।