মতলব প্রতিনিধি:
৩১ জুলাই,সোমবার
“আলোকিত সমাজ গড়তে ঐক্যবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গুড বন্ডিং অর্গানাইজেশন এর ২৯ জুলাই( শনিবার) এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে (২০২৩-২০২৪) দুই বছর মেয়াদী মোহাম্মদ হাসান বাবু কে সভাপতি এবং সাংবাদিক আল-আমিন ভূঁইয়া কে সাধারণ সম্পাদক এবং মো: মাসুদ প্রধান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সি.সহ-সভাপতি ডা:আবু সুফিয়ান,সহ-সভাপতি মো: জহিরুল ইসলাম, ডা:এম এইচ তাফসির, মো:মিজানুর রহমান, মাজহারুল ইসলাম শান্ত,রনি সরকার, নারায়ন চন্দ্র সরকার,মিঠুন চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: সাইফুল ইসলাম, ইন্জিনিয়ার মো: আরিফুল ইসলাম, মো: সজিব প্রধান,সহ-সাংগঠনিক সম্পাদক মো:ওমর ফারুক ইমরান, মো: শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মো: শাহাদাত হোসেন, সহ-দফতর সম্পাদক মো:শাহীন মিয়া,অর্থ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সহ- অর্থ সম্পাদক মো: মিজানুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফাইজানুল হক রিজন, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো: ইউসুফ,প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন ইমন,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাকিব,শিক্ষা বিষয়ক সম্পাদক মো: রিয়াদ সরকার, ক্রীড়া সম্পাদক মো: শাকিল প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক মো: সায়েম সরকার, সম্মানিত সদস্য মো: মজিবুর রহমান ভূঁইয়া,মো:ইকবাল মাঝি,মো:সাইফুল ইসলাম জয়,মো: শাহজাহান, মো: নবীর হোসেন, পারভেজ ভূঁইয়া,নাজমুল করিম রাজীব,মো: আলী হোসেন,মো: সবুজ ভূঁইয়া, মো: ওয়াজ আল করুনী,আব্দুল করিম,মো:হাসান দেওয়ান,মো: ডালিম শাহরিয়ার, মো: রাকিব প্রধান,মো: রিজবী,মো: রায়হান আহমেদ, মো: তুহিন,মো: ইমন,মো:জোবায়ের প্রধান,মো:মহসিন সিকদার,মো:আল-আমিন প্রধান,মো:রেহান উদ্দিন, মো:নাঈম, মো: শাহীন।
সভাপতি মোহাম্মদ হাসান বাবু বলেন,আমি সমাজ রাষ্ট্র,পৃথিবী বদলাতে পারবো না কিন্তু নিজেকে বদলাতে পারবো।নিজেকে বদলাতে পারলে সমাজ, রাষ্ট্র,পৃথিবী বদলে যাবে। তিনি আরো বলেন এটা সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। আমরা কয়েক বছর ধরে বিভিন্ন সামাজিক কাজ করে আসছি। এই সহযোগিতার ধারা ইনশাআল্লাহ চলমান থাকবে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আল-আমিন ভূঁইয়া বলেন,আমরা সমাজের পিছিয়ে পরা মানুষদের আলোর পথে আনতে কাজ করছি। আলোকিত সমাজ গড়তে আমরা সর্বদা প্রস্তুত।