অবশেষে ভারত কথা বললো বাংলাদেশের নির্বাচন নিয়ে

কূটনৈতিক প্রতিবেদকঃ
০৪ আগষ্ট,শুক্রবার

বাংলাদেশের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারত তাদের অবস্থানের কথা জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে‒এমনটাই চাওয়া ভারতের।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।

অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।

তবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *