কুমিল্লা প্রতিনিধিঃ
০৫ আগষ্ট,শনিবার
পুকুর ঘাটে পড়ে আছে স্যান্ডেল, বেঁচে নেই দুই ভাইয়ের কেউ
পুকুর ঘাটে বসে খেলছিল হাসান ও হোসেন। হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় হাসান। তা দেখে হয়ত বাঁচাতে নেমে পড়ে হোসেন। এতে দুই ভাইয়েরই মৃত্যু হয়েছে। কিছুক্ষণ পর ঘাটে পড়ে থাকা স্যান্ডেল দেখে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা।
শনিবার (৫ আগস্ট) দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলো—মুরাদনগর উপজেলার মৃত কবির হোসেনের ছেলে মো. হাসান (৮) ও মো. হোসেন (৮)। তারা জমজ ভাই।