স্টাফ রিপোর্টারঃ
০৬ আগষ্ট,রবিবার
প্রথমে ডিবিতে অভিযোগ তারপর কোর্টে মামলা করতে যাচ্ছেন হিরো আলম
বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ‘অশিক্ষিত’, ‘পাগল’সহ বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রবিবার (৬ আগস্ট) অভিযোগ নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা অবস্থান শেষে আদালতে মামলা করতে যাচ্ছেন তিনি। এসময় তিনি বলেন, ‘আমি ডিবিতে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে, এ বিষয়ে ডিবি সরাসরি কোনও মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।’
রবিবার (৬ আগস্ট) দুপুর সোয়া ২টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন।