মাজহারুল হক সোহানঃ
০৭ আগষ্ট,সোমবার
গতকাল ০৬ আগষ্ট, রবিবার, চাঁদপুরের মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলের আইসিটি’র সদ্য বিদায়ী প্রভাষক ইকরামুল হাসান ইমন ও ইংরেজি ভাষার প্রভাষক নাফি আহমদকে বিদায় ও বিভিন্ন বিষয়ে সদ্য যোগদান করা ছয় জন প্রভাষককে বরণ করে নেয়া হয়। প্রভাষক ইকরাম পারিবারিক প্রয়োজনে ঢাকায় বসবাস করবেন এবং প্রভাষক নাফি উচ্চ শিক্ষার্থে কানাডা যাচ্ছেন।
বরণ ও বিদায়ের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ কর্নেল বাবর মোঃ সেলিম, পিএসসি (অব:)।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের রেক্টর ও সাবেক উপ-সচিব জাকির হোসেন কামাল।
সদ্য যোগদান করা ছয়জন প্রভাষক হলেন- ইংরেজির প্রভাষক ইসরাত জাহান, এম.এ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), নিজ জেলা-চাঁদপুর। হাসান মো: আশরাফুজ্জামান,এম.এ (রাজশাহী বিশ্ববিদ্যালয়), নিজ জেলা -দিনাজপুর ও মো: ফরিদ খান, প্রভাষক (ইংরেজি) এম.এ (জাতীয় বিশ্ববিদ্যালয়), নিজ জেলা- খুলনা। আইসিটির প্রভাষক সাইয়্যেদা মাঈশা আলী, এম.এস.সি (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) নিজ জেলা-কুমিল্লা, শারীরিক শিক্ষার প্রভাষক মো: ইব্রাহীম খলিলুল্লাহ,বি.এস.সি (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) নিজ জেলা – নাটোর, এবং প্রভাষক সোহাগী আক্তার, এম.এস.এস (কুমিল্লা বিশ্ববিদ্যালয়) ও বিপিএড, নিজ জেলা – কুমিল্লা।

কেএফটি কলেজিয়েট স্কুলের রেক্টর ও সাবেক উপ-সচিব জাকির হোসেন কামাল বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর। ক্যাডেট কলেজের আদলে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আশা করছি সবার সম্মিলিত ও সমন্বিত চেষ্টায় এ প্রতিষ্ঠানটি একটি আলোকিত প্রতিষ্ঠান হিসেবে
গড়ে উঠবে। আর আমরা সেভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছি। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।