তাফসির হোসেনঃ
০৮ আগষ্ট,মঙ্গলবার
কুমিল্লার র্যাব-১১ বিশেষ অভিযানে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকা থেকে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ ।
ওইসময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৭ আগস্ট ভোরে হাজীগঞ্জ পৌরসভার আলীগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- ফরিদপুর জেলার বোয়ালমারী থানার তালতলা গ্রামের সজিব খন্দকার (৩৩); একই থানার রামদিয়া গ্রামের আলামিন শেখ (২০) এবং একই থানার দাতপুর গ্রামের জসিম উদ্দিন (৩৫)।
এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে ফরিদপুর, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। র্যাব-১১ স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।