প্রাইম স্পোর্টসঃ
০৯ আগষ্ট বৃহষ্পতিবার
বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট বিক্রি হবে ৩১ অগাস্ট। বাংলাদেশের
বাকি ম্যাচগুলোর টিকেট পাওয়া যাবে প্রথম দিনই।
ওয়ানডে বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশের পরপরই এলো টিকেট বিক্রির দিনক্ষণের ঘোষণা। আগামী ২৫ অগাস্ট থেকে শুরু হবে বৈশ্বিক আসরের ম্যাচগুলোর টিকেট বিক্রি।
১৫ অগাস্ট থেকে ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে (https://www.cricketworldcup.com/register) নিবন্ধন করে টিকেটের জন্য নিজেদের আগ্রহ জানাতে পারবেন সমর্থকরা। টিকেট বিক্রির খবর তাদের কাছেই সবার আগে পৌঁছাবে। একই সঙ্গে তাদের টিকেট নিশ্চিত করতে সহায়তাও করবে আইসিসি।
ধাপে ধাপে বিক্রি হবে বিশ্বকাপের টিকেট। ভারতের ম্যাচগুলোর টিকেট বিক্রির জন্য আলাদা দিন রেখেছে আইসিসি।
প্রথম দিন বিক্রি হবে ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ম্যাচ ও বিশ্বকাপ লড়াইয়ের টিকেট।
থিরুভানান্থাপুরাম ও গুয়াহাটিতে ভারতের প্রস্তুতি ম্যাচ দুটির টিকেট বিক্রি হবে ৩০ অক্টোবর। অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে ভারত ম্যাচের টিকেট পাওয়া যাবে পরদিন।
১ সেপ্টেম্বরে মিলবে নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ভারত ম্যাচের টিকেট। পরদিন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের লড়াইয়ের টিকেট পাওয়া যাবে। আর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটির টিকেট বিক্রি হবে ৩ সেপ্টেম্বর।
আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দুই সেমি-ফাইনাল ও ফাইনালের টিকেট বিক্রি হবে।
ওয়ানডের বৈশ্বিক আসর শুরু আগামী ৫ অক্টোবর, ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে। ফাইনাল মাঠে গড়াবে ১৯ নভেম্বর।