বিশেষ প্রতিনিধিঃ
২২ আগস্ট,মঙ্গলবার
এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোবাইল সঙ্গে রাখায় ও নকল করায় এক কলেজের ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা এবং এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ এসএম মনির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত ২৪ পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন ছাত্র ও একজন ছাত্রী। তারা সরকারি মুকসুদপুর কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার সাহা বলেন, ‘সরকারি মুকসুদপুর কলেজ থেকে এ বছর দুই হাজার ১০০ পরীক্ষার্থী এইচএসসিতে অংশ নেন। এর মধ্যে এসজে মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৭০০ পরীক্ষার্থী ছিলেন। দুপুরে ওই কেন্দ্রে পরিদর্শনে গেলে কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল আছে বলে জানতে পারি। পরে কেন্দ্রের ১৭টি হলের সব পরীক্ষার্থীকে তল্লাশি করে ২০ জনের কাছে মোবাইল এবং চার জনের কাছে নকল পাওয়া যায়। ২০ জন স্মার্টফোন নিয়ে কেন্দ্রে ছিলেন। অপর চার জন বাহির থেকে ফটোকপি করে নকল নিয়ে কেন্দ্রে এসেছেন। যাচাই-বাছাই করে কেন্দ্র সচিব সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ এসএম মনির হাসান স্বাক্ষরিত নোটিশে তাদের বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এসব পরীক্ষার্থীর বহিষ্কারাদেশ শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।’