চলে গেলেন হিথ স্ট্রিক

প্রাইম স্পোর্টসঃ
২৩ আগস্ট,বুধবার

বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ, জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা গেছেন।হিথ স্ট্রিক দীর্ঘদিন ধরে কোলন ও লিভার ক্যান্সারে ভুগছিলেন।ক্রিকেট মাঠের অদম্য এ মানুষটি ক্যান্সারের সাথে যুদ্ধ করে মাত্র ৪৯ বছর বয়সেই চলে গেলেন।

জিম্বাবুয়ের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন। ৬৫ টেস্ট ও ১৮৯টি ওয়ানডে খেলা স্ট্রিক আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০০৫ সালে। টেস্টে তাঁর উইকেট ২১৬ টি, ওয়ানডেতে ২৩৯টি। ব্যাট হাতে টেস্টে ১৯৯০ রান করা স্ট্রিক ওয়ানডেতে করেছেন ২৯৪৩ রান।

খেলা ছাড়ার পর কোচিংয়ে আসা সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার ২০১৪ সালে বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব পান। এ ছাড়াও কোচিং ক্যারিয়ারে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, গুজরাট লায়নস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে কাজ করেছেন স্ট্রিক।

বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী হিথ একটা কালো দাগ নিয়েই পৃথিবী ছেড়েছেন। আইসিসির দুর্নীতিবিরোধী বিধির কয়েকটি ধারা ভঙ্গের কারণে ২০২১ সালে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্ট্রিক।

Md Ismat Toha

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *