নিজস্ব প্রতিনিধি
২৩ আগস্ট,বুধবার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবদুল্যাহ আল মামুন (৩৬) নামে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের দাউদপুর ইউনিয়নের কালনী গ্যাস ফিল্ডের পিছন থেকে তার উদ্ধার করা হয়। নিহত শিক্ষক ফেনী জেলা শহরের গজারীকান্দি এলাকার আবুল কালামের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক রিয়াদ জানান, গতকাল সকালে ঢাকা দক্ষিনখানের বাসা থেকে বের হন তিনি। এরপর থেকেই তার পরিবারের লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তার শ্বশুর আব্দুর রাজ্জাক দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে বুধবার সকালে স্থানীয়রা পূর্বাচলের উপশহরের দাউদপুর ইউনিয়নের কালনী গ্যাস ফিল্ডের পিছনে অজ্ঞাত লাশ দেখতে পান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।