নিজস্ব প্রতিনিধিঃ
০৪ সেপ্টেম্বর,সোমবার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়ছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বড়পোল-পৌরনবিবি সড়কের এ রব উচ্চ বিদ্যালয় সংলগ্ন হাসান হুজুরের মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরাফাত হোসেন শুভ (২২), মো. হৃদয় (১৭) ও জাহেদ হোসেন (১৮)। এর মধ্যে শুভ ও হৃদয় আপন ভাই। তারা কাদিরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ঘাটলা গ্রামের আজিজ ড্রাইবারের বাড়ির আবদুল দাইয়ানের ছেলে। জাহেদ একই বাড়ির কামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে এ রব উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে পৌরনবিবি যাচ্ছিলেন তারা। জাহেদ মোটরসাইকেল চালাচ্ছিল। বাকি দুজন পেছনে বসা ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তাদের মোটরসাইকেলটি হাসান হুজুরের মাদ্রাসার সামনের মোড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন জন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে একই মোটরসাইকেলে তারা পৌরনবিবি বাজার যাচ্ছিলেন। মাদ্রাসার সামনে ছোট একটি মোড় পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তাদের মোটরসাইকেল। পরে তিন জন গাড়িসহ খালে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। তাদের লাশ বাড়িতে নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে।