তাফসির হোসেনঃ
০৮ সেপ্টেম্বর,শুক্রবার
চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে বল তুলতে গিয়ে আদর চন্দ্র দাস নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উঠতলী গ্রামের মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের শংকর দাসের ছেলে।
আদর চন্দ্র দাস (৩) তার স্বজনেরা জানান, পুকুরে বল পড়ে। সেই বল তুলতে গিয়ে পড়ে যায়। পরে আর উঠতে পারেনি। এলাকাবাসি তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেয়ার আগেই শিশুর মৃত্যু হয়েছে।