আন্তঃ স্কুল ফুটবল টুর্ণামেন্টের বালিকা বিভাগের ফাইনালে কেএফটি

মাজহারুল হক সোহানঃ
১১ সেপ্টেম্বর, সোমবার

চাঁদপুরের মতলবে আন্তঃ স্কুল ফুটবল টুর্ণামেন্টে মতলব সদর জোনের বালিকা বিভাগের ফাইনালে টিম ক্যাপ্টেন সোনিয়ার একমাত্র গোলে ঐতিহ্যবাহী মতলব গার্লস পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে কেএফটি কলেজিয়েট স্কুল (বালিকা) ফুটবল টিম ফাইনালে পৌঁছে গেছে। ডি বক্সের বাইরে থেকে আকস্মিক জোরালো শটে এ গোল হয়। এরপর কেএফটি কলেজিয়েট স্কুলের মেয়েরা চাপ অব্যাহত রাখলেও গোলসংখ্যা বাড়াতে পারেনি।

আন্তঃ স্কুল ফুটবল টুর্ণামেন্টের বালিকা বিভাগের ফাইনালে কেএফটি

আগামীকাল বেলা ২.০০টায় নারায়নপুর জোন চ্যাম্পিয়ন দল নারায়নপুর পপুলার গার্লস হাই স্কুলের মুখোমুখি হবে কেএফটি কলেজিয়েট স্কুল (বালিকা) ফুটবল টিম। তারপর নির্ধারিত হবে মতলব দক্ষিণ উপজেলা চ্যাম্পিয়ন ফুটবল টিম।

এর আগে গতকাল ছেলেদের জোন ফাইনালে মতলব জেবি সরকারী উচ্চবিদ্যালয় কেএফটি কলেজিয়েট স্কুলের বালক দলকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উন্নিত হয়।

Mazharul Haque Shohan

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *